ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার একটানা প্রচেষ্টায় মিরপুর কালশীতে লাগা ছয়তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আগুন নিয়ন্ত্রণের পর সাংবাদিকদের ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো আগুন পুরোপুরি নেভানো না গেলেও নতুন করে বাড়ার আশঙ্কা নেই।
মিরপুর কালশীর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারের ছয়তলায় রাত ১০টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে শুরুতে পার্শ্ববর্তী পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুনের ভয়াবহতা দেখে পরে কুর্মিটোলা ও মিরপুর ফায়ার স্টেশনের কয়েকটি ইউনিট যোগ দেয়।
মোট সাতটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন পুরোপুরি নেভাতে এখনো কাজ করছে ফায়ার সার্ভিস।
সালেহ উদ্দিন জানান, আগুনের সূত্রপাত ছয়তলায় হয়েছে। ভবনের ওই ফ্লোরটি পরিত্যক্ত ছিল। আগুনে কেউ হতাহত হয়নি।
কী কারণে আগুন লেগেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। পরে তদন্তের মাধ্যমে কারণ জানাবে ফায়ার সার্ভিস।
পূর্বের পোস্ট :