উত্থান দিয়ে লেনদেন শুরু হলেও সূচকের ধারা ধরে রাখতে পারেনি ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজার- সূচকের বড় পতনের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম এবং সামগ্রিক লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সকাল শুরু হয়ে সূচকের উত্থান দিয়ে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কমতে থাকে সূচক। সবশেষ প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫৫ পয়েন্ট।

বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস কমেছে ১০ পয়েন্ট এবং বাছাইকৃত কোম্পানির ব্লুচিপ সূচক ডিএস-৩০ কমেছে ২২ পয়েন্ট।

ঢাকার বাজারে ৭৩২ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসে ছিল ৭৭৮ কোটি টাকা।

ঢাকায় লেনদেনে অংশ নিয়েছে ৩৯৮ কোম্পানি; দাম কমেছে বেশিরভাগের। ৬৭ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর হারিয়েছে ২৭৫ কোম্পানি এবং অপরিবর্তিত আছে ৫৬ কোম্পানির দাম।

এ, বি, জেড- তিন ক্যাটাগরিতেই বেশিরভাগ কোম্পানির দাম নিম্নমুখী। বিশেষ করে সর্বোচ্চ লভ্যাংশ দেয়া ভালো কোম্পানির এ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ২২০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৫, কমেছে ১৫৮ এবং অপরিবর্তিত আছে ২৭ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসই ব্লক মার্কেটে ২৫ কোম্পানির ৯ কোটি ৫০ লাখ টাকার শেয়ার বিক্রি হয়েছে। মারিকো সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে।

৯ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড। ৯ শতাংশের ওপরে দর কমে তলানিতে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।

পতন হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই), সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৫৮ পয়েন্ট।

সিএসইতে লেনদেন হওয়া ২০৫ কোম্পানির মধ্যে বেশিরভাগেরই দাম কমেছে। ৬৭ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১২০ এবং অপরিবর্তিত আছে ১৮ কোম্পানির শেয়ারের দাম।

সারাদিনে সিএসইতে ১২ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসে ছিল ১২ কোটি ৭০ লাখ টাকা।

৯ শতাংশের ওপর দর বেড়ে সিএসইতে শীর্ষে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং ৯ শতাংশের ওপর দর কমে তলানিতে রিপাবলিক ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।