বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা, ইউটিউবার ও গায়ক তামিম মৃধা শোবিজ অঙ্গন থেকে দূরে, পূর্ণ মনোযোগ নিয়ে ধর্মের পথে এগোচ্ছেন। অভিনয় ছেড়ে দেওয়ার পর ভক্তদের মধ্যে রিজিক নিয়ে প্রশ্ন ওঠায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই প্রশ্নের জবাব দিয়েছেন।

তামিম মৃধার ধর্মীয় পথে আগ্রহ দিন দিন বেড়ে চলেছে। বর্তমানে তিনি নিয়মিত ইসলামিক বিষয়ভিত্তিক কনটেন্ট শেয়ার করছেন এবং রোজকার জীবনে ধর্মীয় কর্মকাণ্ডে মনোযোগী। তার বাহ্যিক রূপেও এসেছে পরিবর্তন; তিনি রাখছেন দাঁড়ি এবং প্রকাশ করছেন বিভিন্ন ইসলামিক বিষয়।

সম্প্রতি তামিম মৃধা ওমরাহ পালনের জন্য মক্কা-মদিনায় গেছেন। সেখান থেকে সোমবার ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “আমাকে অনেকেই জিজ্ঞেস করে, এখন আমার রিজিকের কি অবস্থা। আমি ভাবি, রিজিক নয় আসলে কি?”

তিনি আরও বলেন, “এই যে আমি ভাবছি, ঘুমাচ্ছি, কথা বলছি, হাঁটছি, শান্তি পাচ্ছি, সন্তুষ্ট হতে পারছি—এই সবকিছুই তো আমার রিজিক। সেই রিজিক নিয়েই আমি আমার সবচেয়ে প্রিয় জায়গায় আল্লাহকে এবং নিজেকে সন্তুষ্ট করতে পারছি। এর থেকে ভালো আর কি হতে পারে? আলহামদুলিল্লাহ।”

তামিম শেষ করেছেন পোস্টটি এভাবে, “দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকেই অন্তত একবার এই জায়গায় আসার তৌফিক দান করেন, আমিন।”

ভক্তরা তার ইসলামিক জীবনধারার পরিবর্তন এবং প্রকাশিত বক্তব্যকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। তার এই নতুন পথের প্রতি শ্রদ্ধা ও দোয়ার কথা জানিয়েছেন অনেকে।