জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের অনুষ্ঠান দুই দিন পিছিয়ে ১৭ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

আগের সূচি অনুযায়ী, এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল ১৫ অক্টোবর (বুধবার) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। তবে ‘জনসাধারণের সুবিধার্থে’ অনুষ্ঠানটি শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে উপস্থিত সদস্যরা স্বাক্ষর অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার বিষয়ে সর্বসম্মত মত দেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ওq জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হবে।

বৈঠকে অন্যদের মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আলী রীয়াজ বলেন, ‘১৫ অক্টোবর অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। এটি একটু পিছিয়ে ১৭ অক্টোবর (শুক্রবার) নির্ধারণ করা হয়েছে।’

এর আগে বৃহস্পতিবার কমিশনের এক বৈঠকে ১৫ অক্টোবর অনুষ্ঠান করার দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছিল। সেদিনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন।’

জুলাই জাতীয় সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের ইতি ঘটে বুধবার। সেদিন কমিশন জানায়, সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোট আয়োজনের বিষয়ে একটি অধ্যাদেশ জারির ‘মতামত’ তারা পেয়েছে।