ভাষাসংগ্রামী, কবি ও গবেষক আহমদ রফিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।
আহমদ রফিক কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং বারডেম হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসমাইল সাদী চিকিৎসকের বরাত দিয়ে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ভাষা আন্দোলন, কবিতা, প্রবন্ধ, ইতিহাস ও গবেষণার সঙ্গে যুক্ত থেকে শতাধিক গ্রন্থ লিখেছেন ও সম্পাদনা করেছেন আহমদ রফিক। বিশেষভাবে রবীন্দ্রনাথ ঠাকুর বিষয়ে গবেষণায় তিনি দুই বাংলায় অগ্রগণ্য রবীন্দ্রবিশেষজ্ঞ হিসেবে খ্যাতি অর্জন করেন। একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ বহু সম্মাননা পেয়েছেন তিনি।
১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন আহমদ রফিক। জীবনের শেষ সময়ে তিনি রাজধানীর নিউ ইস্কাটনে ভাড়া বাসায় থাকতেন। তাঁর স্ত্রী ২০০৬ সালে মারা যান। তিনি নিঃসন্তান ছিলেন।
পূর্বের পোস্ট :