তিতাস গ্যাসের আওতাভুক্ত ঢাকার ১৫ এলাকায় শুক্রবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহে স্বল্পচাপ বিরাজ করবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বৃহস্পতিবার দেয়া এক বার্তায় তিতাস জানায়, শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারিত ১৫ এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

মূলত ডেমরা সিটি গেট স্টেশন (সিজিএস) থেকে তেজগাঁও টাউন বর্ডার স্টেশন (টিবিএস) পাইপলাইনের ৫৮০ ফুট মানিকদিয়া এলাকায় উন্মুক্ত হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে মেরামতের কাজের জন্য সরবরাহ বিঘ্ন হবে বলে জানিয়েছে তিতাস।

এতে করে ১০ ঘণ্টা ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, তেজগাঁও, নন্দীপাড়া, বাসাবো, খিলগাঁও ও বনশ্রী এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

এছাড়া রামপুরা ব্রিজ থেকে মালিবাগ চৌধুরীপাড়া, মুগদা, মান্ডা, মানিকনগরের ধলপুর, শাহজাহানপুর ও গোপীবাগ এলাকায় বিদ্যমান সকল শ্রেণীর গ্রাহকরা একই সমস্যার সম্মুখীন হবেন বলে জানিয়েছে তিতাস।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।