দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সঙ্গে স্ত্রী জোবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। প্রায় ১২ ঘণ্টার বিমানযাত্রায় তারেককন্যা জাইমার সঙ্গী হয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের মতো একঝাঁক বাঙালি লেখক!

শুনে চোখ ছানাবড়া হলেও কথাটি একেবারে অমূলক নয়। বিমানের বিজনেস ক্লাসে নিজ আসনে বসে বাবা-মায়ের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের সেলফি পোস্ট করেছেন জাইমা। জাইমার আসনের পাশেই দেখা যায় হার্ডকভারের একটি রঙিন ইংরেজি বই।

বইটি ইংরেজি হলেও মূলত এটি বাঙালি লেখকদের ছোটগল্পের সংকলন। দ্য পেঙ্গুইন বুক অব বেঙ্গলি শর্ট স্টোরিজ বইটি নিয়ে দেশে ফিরছেন জাইমা, রেখেছেন একেবারে নিজের সঙ্গে। বুঝতে বাকি থাকে না, বিমানের দীর্ঘ সফরে জাইমার সঙ্গী হয়েছে এই বইটি—যেখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব বসু, আখতারুজ্জামান ইলিয়াস, আশাপূর্ণা দেবী ও কাজী নজরুল ইসলামের মতো নামজাদা লেখকদের ছোটগল্প।

বইটি সংকলন করেছেন অরুণভ সিনহা—যিনি ভারতের একজন খ্যাতনামা অনুবাদক ও সংকলক হিসেবে পরিচিত।

যদিও বইয়ের সূচিপত্র দেখে কৌতূহল জাগে, বিমানযাত্রায় জাইমা কার কার গল্প পড়ছেন। তবে সেটি জানার উপায় না থাকলেও টের পাওয়া যায়, দীর্ঘ ১৭ বছর আগে দেশ ছেড়ে লন্ডন পাড়ি জমানো জাইমা বাংলাদেশে ফিরতে পেরে যারপরনাই খুশি। আর তাই তো দেশের মাটির ঘ্রাণ নেওয়ার আগেই, যারা এই মাটির গল্প লিখেছেন, তাদের সঙ্গে আত্মিক সম্পর্ক একটু করে ঝালিয়ে নিচ্ছেন।

লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় রাত ১২টার পর সপরিবারে যাত্রা শুরু করেছেন তারেক রহমান। বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে এসেছিলেন দীর্ঘদিন লন্ডনে থাকা প্রবাসী বাংলাদেশি বিএনপির সমর্থকেরা। রীতিমতো ভিড়ের মধ্যে বোর্ডিং পাস নিয়ে বিমানে আরোহন করতে হয়েছে তাঁকে।

সবকিছু ঠিকঠাক থাকলে দুপুর ১২টার আগেই বাংলাদেশে অবতরণ করবে তারেক রহমানের বিমান। ২০০৮ সালে দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমানো তারেক ফিরছেন দীর্ঘ ১৭ বছর পর—আর এ নিয়ে উত্তেজনার তুঙ্গে বিএনপি সমর্থকেরা।

উত্তেজনায় বাড়তি মাত্রা যোগ করেছে তারেককন্যা জাইমার আগমন। অনেকেই জাইমাকে বলছেন বিএনপির রাজনীতির উত্তরসূরি। পেশায় আইনজীবী হলেও তিনি হয়তো দাদা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দাদি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বাবা তারেক রহমানের মতোই বাংলাদেশের রাজনীতিতে থিতু হতে পারেন—এমন আলোচনা চলছে বিভিন্ন মহলে।