গুলিবিদ্ধ ঢাক–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার উদ্দেশ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছেছে।
জরুরি চিকিৎসা সুবিধাসম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল ১১টা ২২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী থাকলে দুপুর ১২টার দিকে আসপ্রো অ্যাভিয়েশন পরিচালিত এয়ার অ্যাম্বুলেন্সটি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবে।
রোববার হাদিকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং জানিয়েছে, চিকিৎসা এয়ার অ্যাম্বুলেন্স, বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাকসিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থাও চূড়ান্ত করা হয়েছে। হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় সরকার বহন করবে বলেও জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার্বক্ষণিকভাবে হাদির চিকিৎসা প্রক্রিয়া তদারকির নির্দেশ দিয়েছেন এবং তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
গত দুই দিনে হাদির উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে সরকার।
প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছেন, বর্তমানে হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং এতে কোনো পরিবর্তন হয়নি।
এর আগে শুক্রবার ঢাকার বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় রিকশায় যাওয়ার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হন শরীফ ওসমান হাদি। মোটরসাইকেলে আসা হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর থেকে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পূর্বের পোস্ট :