সুদানের আবিয়ি অঞ্চলের এক জাতিসংঘ শান্তিরক্ষী ঘাঁটিতে ড্রোন হামলার ফলে নিহত ও আহত বাংলাদেশের শান্তিরক্ষীদের পরিচয় শনিবার প্রকাশ করেছে ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।
নিহতরা হলেন:
• কর্পোরাল মোঃ মাসুদ রানা, আর্মি সার্ভিস কর্পস, নাটোর
• সৈনিক মোঃ মোমিনুল ইসলাম (বীর), কুড়িগ্রাম
• সৈনিক শামিম রেজা (বীর), রাজবাড়ি
• সৈনিক শানতা মন্ডল (বীর), কুড়িগ্রাম
• মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কিশোরগঞ্জ
• লন্ড্রি ওয়ার্কার মোঃ সাবুজ মিয়া, গাইবান্ধা
আহতদের মধ্যে রয়েছেন:
• লে. কোলনেল খোন্দকার খালেকুজ্জামান, অরডন্যান্স কর্পস, কুষ্টিয়া
• সার্জেন্ট মোঃ মোস্তাকিম হোসেন (বীর), দিনাজপুর
• কর্পোরাল আফরোজা পারভিন ইতি, সিগন্যালস, ঢাকা
• ল্যান্স কর্পোরাল মোহিবুল ইসলাম, ইএমই, বরগুনা
• সৈনিক মোঃ মেজবাউল কবির (বীর), কুড়িগ্রাম
• সৈনিক উম্মে হানি আক্তার, ইঞ্জিনিয়ারিং, রংপুর
• সৈনিক চুমকি আক্তার, অরডন্যান্স, মানিকগঞ্জ
• সৈনিক মোঃ মানাজির আহসান (বীর), নোয়াখালি
আইএসপিআর জানিয়েছে, শনিবার স্থানীয় সময় বিকাল ৩:৪০ থেকে ৩:৫০ এর মধ্যে কাদুগলি লজিস্টিক বেসে আলাদা সশস্ত্র গ্রুপ ড্রোন হামলা চালায়, যখন বাংলাদেশের শান্তিরক্ষীরা দায়িত্ব পালন করছিলেন।
আহতরা চিকিৎসা নিচ্ছেন; মেজবাউলের শল্যচিকিৎসা হয়েছে এবং তিনি কড়াভাবে পর্যবেক্ষণে রয়েছেন। বাকিরা উন্নত চিকিৎসার জন্য এয়ারলিফট করা হয়েছে এবং তারা বর্তমানে বিপদ মুক্ত।
বাংলাদেশ সেনাবাহিনী এই ‘নৃশংস সন্ত্রাসী হামলা’ নিন্দা জানিয়েছে এবং নিহত শান্তিরক্ষীদের ত্যাগকে দেশের জন্য গৌরবের প্রতীক হিসেবে উল্লেখ করেছে। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।
পূর্বের পোস্ট :