ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি ভবনে আগুন লেগেছে।
শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
সরেজমিন দেখা গেছে, ঝুট কারখানাটি বাবুবাজার সংলগ্ন ১২ তলা ভবনের নিচতলায় অবস্থিত। দোতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। এসময় পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়।
ফায়ার সার্ভিসের অপারেশন ও মেনটেনেন্স বিভাগের পরিচালক লে: কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ঝুট গোডাউন থাকায় আগুন নেভাতে বেগ পতে হচ্ছে। অন্যান্য ভবনে যেন আগুন ছড়াতে না পারে সে চেষ্টা চলছে। সিঁড়ি দিয়ে ৪২ জনকে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোন হতাহতের ঘটনা নেই।
ভিতরে কোন কেমিক্যাল এর অস্তিত্ব পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, এখনও পর্যন্ত আগুনের সূত্রপাত সর্ম্পকে জানা যায়নি। বৈদ্যুতিক শট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে মনে করছেন স্থানীয়রা। ক্ষয়ক্ষতি নিরূপণ হয়নি এখনও।
তিনি আরও বলেন, ভবনটি আবাসিক এবং বাণিজ্যিক মিক্স বিল্ডিং। দোতলায় এখনো আগুনের ফুলকি রয়েছে। অন্যান্য তলায় আগুনের ধোয়া রয়েছে এখনও।
পূর্বের পোস্ট :