স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি হঠাৎ করেই পাকিস্তান সফরে গিয়েছেন৷ গতকাল বুধবার তিনি পাকিস্তান সফরের উদ্দেশ্যে রওনা দেন৷

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক উর্ধতন দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে৷

সূত্র জানিয়েছে, আগামী ২৬ সেপ্টেম্বর অবধি তিনি পাকিস্তানে থাকবেন৷

পাকিস্তান সফরের উদ্দেশ্যে গতকাল বুধবার দুপুর সাড়ে ১২ টায় নিজ বাসভবন গুলশান -২ থেকে সড়কপথে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন। এরপর হযরত শাহজালাল আন্তর্জাতিক  বিমানবন্দর হইতে বিমানযোগে দুপুর দেড়টায় পাকিস্তানের উদ্দেশ্য যাত্রা করেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী  ২৬ সেপ্টেম্বর দুপুর দুইটায় ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর হইতে বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক  বিমানবন্দের উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকাল সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক  বিমানবন্দরের পৌছাবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের এ সফরে সফরসঙ্গী হিসেবে থাকবেন মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান, পুলিশ হেডকোয়ার্টার্স এর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোঃ রেজাউল করিম এবং পুলিশ হেডকোয়ার্টার্স এর ডিআইজি মো: জান্নাতুল হাসান৷

সূত্র জানিয়েছে, সিনিয়র সচিবের এ সফর প্রধান দুই দেশের একটি সমঝোতা স্বাক্ষরকে কেন্দ্র করে হচ্ছে তবে এর পাশাপাশি এই সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক কিছুটা উন্নতির দিকে যাচ্ছে।

সফরের মাধ্যমে দুই দেশের আলোচনার সুযোগ তৈরি হতে পারে যাতে পারস্পরিক বিশ্বাস  এবং সহযোগিতা শক্তিশালী হতে পারে। এছাড়া কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা সহজীকরণ, অফিসিয়াল সফর সহজীকরণ, সাংস্কৃতিক ও শিক্ষাগত আদান-প্রদান বাড়ানো ইত্যাদি বিষয় আলোচনা হতে পারে।