সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদে দুজন উঠে পড়ায় রাত ৮টা ৫ মিনিট থেকে বন্ধ রয়েছে রাজধানীর পুরো মেট্রোরেল নেটওয়ার্ক। এতে লাইনের বিভিন্ন জায়গায় একাধিক ট্রেন আটকা পড়ে।

রাত ৯টার দিকে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন–৬) এক খুদে বার্তায় জানায়, সচিবালয় স্টেশনে দুটি কারের মধ্যবর্তী স্থানে দুজন ব্যক্তি উঠে পড়ায় ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। আজকের অবশিষ্ট সময়ের জন্য আর ট্রেন চালু হবে না বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। যাত্রীদের অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে।

নির্ধারিত সময় অনুযায়ী উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ৯টায়, আর মতিঝিল থেকে শেষ ট্রেন ছেড়ে যায় রাত ১০টা ১০ মিনিটে।

এর আগে মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, দুজনের একজন ট্রেনের ছাদে ছিলেন, আরেকজন দৌড়ে নেমে পালিয়ে যান। তার খোঁজ চলছে। এমআরটি পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সাড়ে ৮টার দিকে জানানো হয়, একজন শিশুকে ছাদে দেখা গেছে এবং তাকে নামিয়ে আনার চেষ্টা চলছে।

মেট্রো ট্রেনগুলো বিদ্যুৎচালিত হওয়ায় ছাদের ওপরে থাকা তারে কয়েক হাজার ভোল্টের বিদ্যুৎ থাকে—যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

‘মোহাম্মদ আলী’ নামের একটি ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জ্যাকেট ও জিন্স পরা একজন ছাদে বসে আছেন। একজন পুলিশ কর্মকর্তা মই দিয়ে তাকে নামানোর চেষ্টা করলে তিনি মাথার ওপর তার ধরার ইঙ্গিত দিয়ে ভয় দেখাতে থাকেন। এ দৃশ্য দেখে স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা চিৎকার করে ওঠেন।

ভিডিওতে আরও দেখা যায়, ছাদে থাকা ব্যক্তি পুলিশকে দূরে যেতে ইশারা করছেন। এসময় আরেকজন উপরে উঠে শিশুটিকে ধরে পাঁজাকোলা করে নিচে নামিয়ে আনেন।

যাত্রী ইশরাত জাহান জানান, রাত সোয়া ৮টার পর ফার্মগেট ও বিজয় সরণির মাঝখানে ট্রেন হঠাৎ থেমে যায়। এরপর যাত্রীদের আতঙ্কিত না হতে বারবার ঘোষণা দেওয়া হয়।