টানা তিনটি ভূমিকম্প ও আফটার শকের ফলে সৃষ্ট  পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে আগামী দুই সপ্তাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

একইসঙ্গে রবিবার বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল  ইসলাম পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় সাম্প্রতিক ভূমিকম্প ও তৎপরবর্তী ঝাঁকুনি বা 'আফটার শক' -এর কারণে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক আঘাতের বিষয়টি বিবেচনা করা হয় এবং তাদের সার্বিক নিরাপত্তার দিক সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। সভায় বুয়েটের বিশেষজ্ঞ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক এবং প্রধান প্রকৌশলীর মতামত বিশ্লেষণ করা হয়।

মূলত সভায় সব দিক বিবেচনা করে দুই সপ্তাহ ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।