ঢাকার সেগুনবাগিচা এলাকার একটি বহুতল বাণিজ্যিক ভবনের নবম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বেলা ৩টা ৪ মিনিটে এ ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা আনোয়ার বিন সাত্তার জানান, খবর পাওয়ার পর ৩টা ১৪ মিনিটে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের তৎপরতায় বেলা সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, ‘ঘটনাটি ছিল একটি ১০তলা ভবনের নবম তলায়। দ্রুততম সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। কোনো হতাহতের তথ্য এখনো পাওয়া যায়নি।’
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
পূর্বের পোস্ট :