সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়ের দিন যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তা নিয়ন্ত্রণের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর—মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ কোনো রাজনৈতিক দলের দায়িত্ব নয়; এ রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।
শুক্রবার চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় ‘মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিট’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার আশঙ্কা প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘বিশৃঙ্খলা ঠেকাবে আইনশৃঙ্খলা বাহিনী। দেশে আইনশৃঙ্খলা বাহিনী আছে, তাদের দায়িত্বই হলো আইনশৃঙ্খলা বজায় রাখা। রাজনৈতিক দলের এই দায়িত্ব নেই।’
তিনি আরও বলেন, ‘বিচার করবে আদালত। রায় নিয়ে আমার কিছু বলার নেই। আমরা সবসময় নিরপেক্ষ বিচার বিভাগের দাবি করেছি। আশা করি দেশে নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে, সামনে এটাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। এখন আমরা রাজনৈতিক ট্রানজিশনের দিকে যাচ্ছি, নির্বাচনের দিকে যাচ্ছি—এটাই আমাদের মূল ফোকাস।’
জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ‘পলাতক’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাস্তি হবে কি না—সেই রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী সোমবার (১৭ নভেম্বর)। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বৃহস্পতিবার রায় ঘোষণার তারিখ ঠিক করে।
রায় ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ কর্মসূচির মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বোমাবাজি ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
পূর্বের পোস্ট :