বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক পদত্যাগ করেছেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মঙ্গলবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তিনি।

মেজবাউল হক বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পদত্যাগ কার্যকর হবে ১৪ অক্টোবর থেকে।

আওয়ামী লীগ সরকার পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের তৎকালীন গভর্নর আবদুর রউফ তালুকদারের ঘনিষ্ঠজন হিসেবে মেজবাউলের পদে থাকা নিয়ে আপত্তি ওঠে। এরপর তাকে প্রধান কার্যালয় থেকে বদলি করে বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসে পাঠানো হয়।

মেজবাউল হক দীর্ঘদিন কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ বিভাগ- পেমেন্ট সিস্টেম, আইটি এবং অফসাইট সুপারভিশনের দায়িত্বে ছিলেন।

২০২২ সালের ডিসেম্বর মাসে তিনি নির্বাহী পরিচালক এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পান।

২০২৪ সালের সেপ্টেম্বরে তাকে মুখপাত্রের দায়িত্ব থেকে সরিয়ে আরেক নির্বাহী পরিচালক হুসনে আরা শিখাকে মুখপাত্র হিসেবে নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক।