পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণেই মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে

তদন্ত প্রতিবদনের বরাত দিয়ে এ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, উড্ডয়ন ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।  

বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার কাছে মাইলস্টোন স্কুল ও কলেজের বিমান বিধ্বস্ত ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।

প্রেস সচিব বলেন, বিমানবাহিনীর প্রশিক্ষণ ঢাকার বাহিরে করার সুপারিশ করা হয়েছে। এছাড়া স্কুল ভবনে রাজউকের বিল্ডিং কোড মানা হয়নি।

উল্লেখ্য, চলতি বছরের ২১ জুলাই ঢাকার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (ফাইটার এফ-৭) বিধ্বস্ত হয়।

দুর্ঘটনায় ২৭ জন শিক্ষার্থী ও ২ শিক্ষকসহ মোট ৩৩ জন প্রাণ হারান।